একে তো করোনা পরিস্থিতিতে জেরবার রাজধানীর জীবন, তার ওপর লাগাতার উত্তর ভারতে বাড়ছে শীত। সঙ্গে শুরু হয়েছে হিম শীতল হাওয়া৷ মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে শীতল হাওয়া বইছে। এরই মধ্যে গতকাল, শনিবার দিল্লিতে তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়েছে ৩.৯ ডিগ্রিতে! এর ফলে কার্যত ঠকঠক করে কাঁপছে দিল্লি। শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিম হিমালয় থেকে বরফ ঠান্ডা বাতাসের কারণে হিম ঠাণ্ডা হাওয়ায় কাঁপছে রাজধানী। আবহবিদদের মতে, পশ্চিম হিমালয়ের দিক থেকে আআসা বয়ফ সিতম বায়ুর জেরেই এই তাপমাত্রার পতন। শুক্রবার জফরপুরের তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। শহর মরসুমের সর্বাধিক ঠাণ্ডা দিন কাটিয়েছে বৃহস্পতিবার। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি কম। অর্থাৎ, শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল বাসিন্দারা। শুক্রবার তাপমাত্রা বেড়ে হয় ১৯.৮ ডিগ্রি।

আজ, রবিবার দিল্লিতে একটি ‘কোল্ড ওয়েভ’-এর পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তা আগামিকাল, সোমবার পর্যন্ত চলতে পারে বলে আশা করা হচ্ছে। এমনকি আমি বেশ কয়েকদিন এই শীতের কামড় রাজধানীতেও অনুভব হবে বলেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। সুতরাং, এখনই হাড় কাঁপানো ঠান্ডা থেকে রেহাই মিলছে না দিল্লিবাসীর, এমনটা বলাই যায়।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’