নিউজদেশ

Weather alert: বাংলার দুদিকে বিশাল ঘূর্ণাবর্ত, কবে আসবে চরম পরিস্থিতি? ৫০ কিলোমিটার গতিতে বইবে ঝড়ো হাওয়া, জারি হল অ্যালার্ট

ওয়েদার অ্যালার্ট অনুযায়ী একাধিক রাজ্যে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে

Advertisement

বঙ্গোপসাগর তোলপাড় করার দিন কি আরো এগিয়ে আসছে? এবার বঙ্গোপসাগরের উপরে শক্তি বাড়িয়ে তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন। আইএমডি ওয়েদার অনুযায়ী মঙ্গলবার ১৮ জুলাই থেকে, এই ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে। মৌসাম ভবনের সাম্প্রতিকতম ওয়েদার আপডেট অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। ফলে যতক্ষণ বেশি এই ঘূর্ণাবর্ত্য থাকবে তত বেশি শক্তি বৃদ্ধি করবে সেটি। এই ঘূর্ণাবর্তের ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণের নানা জেলায়।

কলকাতার আজকের ওয়েদার আপডেট অনুযায়ী তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। আদ্রতা সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৮০ শতাংশ। এর ফলে ফিল লাইক তাপমাত্রা মোটামুটি ৪৩° সেলসিয়াস থাকতে পারে। কলকাতা ওয়েদার আপডেট আজকের দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্রিশগড় মধ্য মহারাষ্ট্র দক্ষিণ গুজরাট সহ বিচ্ছিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি জম্মু-কাশ্মীর লাদাখ পশ্চিম রাজস্থান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অসম মেঘালয় ওড়িশা কচ্ছ উপকূল অন্ধপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডি ওয়েদার আপডেট অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণ ঝাড়খন্ড এবং আশেপাশের মধ্য ট্রপোস্ফিয়ার অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত্য বিরাজ করছে। মধ্য পাকিস্তান এবং পাঞ্জাবের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। একই সাথে ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে পশ্চিম উপকূলে। ওয়েদার এলার্ট অনুযায়ী একাধিক রাজ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button