হঠাৎই চমকে দিচ্ছে আকাশ। দক্ষিণবঙ্গের আকাশে জমেছে ঘন মেঘ, বজ্র-বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। জুনের ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। সপ্তাহের মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।
বিশেষজ্ঞদের মতে, এই সময়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও এই গতিবেগ ৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। প্রতিটি জেলায় এক-দু’টি জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রথম দু’দিন আবহাওয়া অনেকটা স্বাভাবিক থাকলেও, এরপর দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। যদিও এই ঝড়-বৃষ্টির কারণে শস্য ও ফল-সবজির ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কৃষিজমি ও বাগানচাষে প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়াও শহরাঞ্চলে সাময়িক জলজট ও যানজটের সমস্যা দেখা দিতে পারে। প্রশাসনের তরফে ট্র্যাফিক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। শহরের মানুষের উদ্দেশ্যে বারবার বলা হয়েছে—বজ্রবিদ্যুৎ শুরু হলে খোলা মাঠ, গাছের নিচে কিংবা বিদ্যুৎচালিত খুঁটি থেকে দূরে থাকুন। পুকুর বা জলাশয় থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
এই আবহাওয়া পরিবর্তন মূলত প্রাক-বর্ষার প্রভাবে তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাবধান থাকতে এবং আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের আপডেট দেখে চলাফেরা করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রাসঙ্গিক পাঁচটি প্রশ্ন ও উত্তর
১. কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে?
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।
২. ঝোড়ো হাওয়ার গতি কত হতে পারে?
ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি, উপকূল এলাকায় কোথাও কোথাও ৫০ কিমি পর্যন্ত।
৩. এই ঝড়বৃষ্টির ফলে কী ধরনের সমস্যা হতে পারে?
ফসল ও উদ্যানচাষে ক্ষতি, বজ্রপাতের সম্ভাবনা, শহরে জলজট ও যানজট।
৪. মানুষকে কী ধরনের সতর্কতা মানতে বলা হয়েছে?
ঝড় শুরু হলে গাছের নিচে বা খোলা জায়গায় না থাকা, বিদ্যুৎ খুঁটি বা জলাশয় থেকে দূরে থাকা।
৫. তাপমাত্রা কতটা পরিবর্তন হতে পারে?
প্রথম দিকে অপরিবর্তিত থাকলেও পরে ২–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।













