রাত থেকেই হঠাৎ করে বড়সড় পরিবর্তন হল বাংলার আবহাওয়ায়। কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে রাতের বেলা থেকেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী ধেয়ে আসছে প্রবল বৃষ্টি। এই দুর্যোগ সহজে কাটবে না। ফলে স্বাভাবিকভাবেই পূজোর সময় কি হবে এই ভেবে ব্যাপক দুশ্চিন্তায় রাজ্যবাসী। এই ধরনের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মাঝে রাজ্যবাসীকে রাস্তায় বেরোতে না করেছে হাওয়া অফিস। আর সেই জন্যই প্রাকপুজোর বাজারে ব্যাপক ক্ষতি হচ্ছে।
আলিপুর আবহাওয়া গিয়েছে বঙ্গোপসাগরের ওপর তৈরি ঘূর্ণাবর্ত বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বাংলার উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে। সমুদ্র উত্তাল হতে পারে বলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয় হয়েছে।
আজ কলকাতায় সর্ব্বোচ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হবে। আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ হতে পারে। তবে ফিল লাইক টেম্পারেচার ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকেই একাধিক জেলাতেও কলকাতার মত বৃষ্টি হবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলে প্রবল বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও হবে ভারী বৃষ্টি।