Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আরও দুদিন বৃষ্টি, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, জানাল আবহাওয়া দফতর

Updated :  Friday, March 6, 2020 5:44 PM

গত দিন কয়েকের মতো শুক্রবারও পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা রয়েছে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মূলত, পূবালী জেট বায়ু ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতের কারণে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের কারণে সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এমন খামখেয়ালিপনার পেছনেও রয়েছে এই ঘূর্ণাবর্ত।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত বুধ ও বৃহস্পতিবারের মতোই শুক্রবারও রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া ভবন। যা এই ভরা বসন্তেও বর্ষার আমেজ নিয়ে আসতে পারে। যা আশঙ্কা বাড়িয়েছে পশ্চিমবঙ্গবাসীর। সোমবার দোলের উৎসব মাটি করতে পারে দোল এমন আশঙ্কায় ঘুরে বেড়াচ্ছে বাঙালির মনে।

আরও দুদিন বৃষ্টি, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, জানাল আবহাওয়া দফতর

আরও পড়ুন : করোনা আতঙ্ক ছড়িয়ে পড়লো বাংলাতেও, বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন ৭

অবশ্য এ বিষয়ে আশ্বস্ত করেছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল ঝড় – বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, বেশ কয়েক দিনের মতো আজও উষ্ণতা স্বাভাবিকের চেয়ে কম ছিল। শুক্রবারের সর্বনিম্ন উষ্ণতা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম।