কলকাতানিউজরাজ্য

আগামী কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টির দাপট, জানাল হাওয়া অফিস

Advertisement

আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বেশ কয়েকদিন ধরেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে ঝড়বৃষ্টি। এদিন সোমবার দুই বঙ্গের বেশ কিছু জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। এদিকে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ৩ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৩ শতাংশ ও সর্বোচ্চ আদ্রতার পরিমাণ ৯২ শতাংশ।

অপরদিকে IMD-এর পূর্বাভাস মিলিয়ে এদিন ১লা জুন কেরলে ঢুকল বর্ষা। আইএমডির পূর্বাভাসকে মিলিয়ে কেরলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। দেশের বাকি অংশেও পূর্ব নির্ধারিত সময়েই ঢুকবে বর্ষা, জানাচ্ছে মৌসম ভবন। এবং এবছর বর্ষার পরিমাণ থাকবে ঠিকঠাক।

Related Articles

Back to top button