Weather Update: ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, দু ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে তুমুল ঝড়বৃষ্টি

সোমবারেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির (Weather Forecast) সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী ঘন্টা দুয়েকের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস…

Avatar

By

সোমবারেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির (Weather Forecast) সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী ঘন্টা দুয়েকের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। সঙ্গে ঘন্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।

তবে শুধু এই দুই জেলা নয়। দক্ষিণ চব্বিশ পরগনা তেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। বিগত এক সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলা। একটানা তীব্র দাবদাহের পর গত সোমবার থেকে ঝড়বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ায় অনেকটাই তাপমাত্রা কমেছে জেলাগুলিতে।

সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগের থেকে তীব্রতা অনেকটাই কমবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার ক্রমশ বাড়তে থাকবে বলে পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দু দিকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার এবং বুধবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে বেশি রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী তিন দিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তাপমাত্রাও তিন চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে ফের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।