Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২ দিনের মধ্যে ব্যাপক রদবদল হবে আবহাওয়ায়, তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলার এই ৫ জেলা

Updated :  Tuesday, August 16, 2022 10:25 AM

অবশেষে শ্রাবণ মাসের শেষে দক্ষিণ বঙ্গবাসীদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। গত মাসে বৃষ্টির ঘাটতিতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ জনজীবন। তবে নিম্নচাপের দৌলাতে শেষ কয়েকদিনে ভালই বৃষ্টি হয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টি নামবে তা সবিস্তারে জানতে, প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এছাড়া বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঐদিন মুষলধারে বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তবে আজ মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বেলা গড়ালে বিক্ষিপ্ত জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে রয়েছে। আসলে সোমবার দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও বিকেলের পর থেকে গুমোট গরম কিছুটা বেড়েছে। আজও বিকেলের দিকে তাপমাত্রার পারদ চড়তে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তনের তেমন কোনো বড়সড় আপডেট নেই।