কলকাতানিউজ

এপ্রিলের প্রথম সপ্তাহেই কলকাতায় বাড়বে গরমের দাপট, জানাল হাওয়া অফিস

Advertisement

এপ্রিল মাস শুরু হতে না হতেই চড়ছে পারদ। যার ফলে তাপমাত্রা হচ্ছে ঊর্ধ্বমুখী। করোনা প্রকোপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। যার ফলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, এপ্রিল, মে ও জুন এই তিন মাস জুড়ে রাজ্যে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। যার ফলে গরমের সঙ্গে দোসর থাকবে ঘাম।

তিনি আরও জানান, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে জুনে লু হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। যদিও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, গত মঙ্লবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা পৌঁছে যাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। যার ফলে গরমের প্রকোপ এবার পাল্লা দিয়ে বাড়বে। যারফলে নাভিশ্বাস উঠবে রাজ্যবাসীর।

রাজ্যের দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ বঙ্গের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

Related Articles

Back to top button