আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর
বৃষ্টি এবছর যেন পিছু ছাড়ছে না। সব ঋতুতেই কম বেশি বৃষ্টি হয়েছে। বসন্তকালেও বৃষ্টির পুরভাবাস দিচ্ছে আবহাওয়া দফতর। শীতকালে আবহাওয়ার বার বার পরিবর্তন লক্ষ্য করেছে রাজ্যবাসী। শীতে ও বৃষ্টি মানুষকে অসস্থিতে ফেলেছে। আবার ও সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আলিপুর আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, সোম ও মঙ্গলবার কলকাতা সহ রাজ্যতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হতে পারে।
সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিক অর্থাৎ ব্রহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর আগাম জানিয়েছে। এর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল যে এই বছর তাপমাত্রা খুব বাড়বে। মার্চের প্রথম দিন থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। মার্চের প্রথম দিন অর্থাৎ রবিবার আকাস পরিস্কার ও ঝলমলে ছিল। তাপমাত্রা ও মোটামুটি ঠিক ছিল। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : কলকাতা পুলিশের সামনেই ‘গোলি মারো’ স্লোগান গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের
আলিপুর আবহাওয়া সূত্র মার্চের এইসময় বৃষ্টির কারণ জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার মধ্যে সংঘাতের জেরেই এই বৃষ্টি। আর বঙ্গোপসাগরের বিপরীত দিকে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টি কমে গেলে তাপমাত্রা ধিরে ধিরে বাড়তে শুরু করবে। বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।