আবহাওয়ার খবর : এই ছয় জেলায় কিছুক্ষণের মধ্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ছয় জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার বিকেল থেকে টানা কয়েকঘন্টা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হয়েছিল। যার ফলে রাতের দিকে তাপমাত্রা কমে যায়। বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় ও মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্তের জেরে ঝাড়খণ্ডের মেঘ ক্রমশ সরে আসে কলকাতার দিকে আর তার জেরে বৃষ্টি শুরু হয়।
আরও পড়ুন : এই সব ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? ১ লা এপ্রিল থেকে বড়সড় বদল
বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৪০ শতাংশ। আকাশ মেঘলা ছিল।
বুধবার সারাদিন ধরে বৃষ্টি হয়েছে বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলী, পশ্চিম বর্ধমানে। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে।