শীত যে খুব শীঘ্রই বিদায় নেবে তা আন্দাজ করা গেলেও গত ২৪ ঘন্টায় শীত ভালোই টের পেয়েছে রাজ্যবাসী। সোমবার কলকাতায় তাপমাত্রাটি ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীত তার তীব্রতা বজায় রেখেছে। তবে শীত তীব্রতর ভাবে দাপট অব্যাহত রেখেছে উওরবঙ্গে।
কনকনে শীতে নাজেহাল উত্তরবঙ্গের মানুষ। মঙ্গলবার শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে দার্জিলিংয়ে এদিন তাপমাত্রা ছিল সাড়ে ৪ ডিগ্রি। জলপাইগুড়ি তে ৮.৭ ডিগ্রি আর কোচবিহারে ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। তবে পশ্চিমাঞ্চলের জেলাতে শীতের তীব্রতা আরও গুরুতর।এদিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান খড়গপুর,যা বজায় ছিল সোমবারেও। খড়্গপুরের তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে এ দিন তাপমাত্রা ছিল সাড়ে ৯ ডিগ্রি এবং পানাগড়ে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল ব্যারাকপুরে।
আরও পড়ুন : বেকারত্ব কমেছে ৪০ শতাংশ, কেন্দ্রকে তোপ দেগে ঘোষণা রাজ্যের
শীতের দাপট অব্যাহত থাকবে আগামী দু- তিনদিন। তবে কয়েকদিন আগে হালকা বৃষ্টিতে বেশ কিছু স্থানে আকাশ মেঘলা ছিল, সেই মেঘ সরে গিয়ে আকাশ একেবারে পরিষ্কার হয়ে গিয়ে উত্তুরে বাতাস ঢুকে পড়ে যার জেরে বিদায়ের পূর্বে বেড়েছে শীতের প্রকোপ। তবে আবহাওয়া দফদর আগেই জানিয়েছিল শীত বিদায়বেলায় কাঁপুনি দিয়ে যাবে রাজ্যবাসীকে। তবে সপ্তাহ শেষে বাড়বে তাপমাত্রা, একেবারে বিদায় নেবে শীত এমনটাই মনে করা হচ্ছে।