নিউজরাজ্য

আগামী ৪৮ ঘন্টায় ফের বৃষ্টির পূর্বাভাস, জানুন কী জানাল আবহাওয়া দপ্তর

Advertisement

ফের রাজ্যজুড়ে বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, যেমন- বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টি দিয়ে শুরু হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এছাড়া রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে।

আজ কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আংশিক মেঘলা হতে পারে। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হয় যথাক্রমে ৩৫.৬ ডিগ্রি ও ২৫.৩ সেলসিয়াস। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হতে পারে।

তবে শুধু দক্ষিণবঙ্গই নয় একইভাবে উত্তরবঙ্গেও বজ্র-বিদ্যুৎ সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাঁচ জেলা যথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যার ফলে এই রাজ্য ছাড়াও জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায়
শিলাবৃষ্টিসহ ঝড়বৃষ্টি হতে পারে।

Related Articles

Back to top button