নিম্নচাপের জের, ফের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত, জানালো আবহওয়া দফতর!

আজ বৃহস্পতিবার সকালেও মেঘলা রাজ্যের আকাশ। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷ উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন…

Avatar

আজ বৃহস্পতিবার সকালেও মেঘলা রাজ্যের আকাশ। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷ উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার দরুন আজ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে, জানায় আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ওই নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে উপকূলবর্তী জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা৷ আলিপুর আবহাওয়া আরও অফিস জানিয়েছে যে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷