আবহাওয়া দফতরের পূর্বাভাস একদম মিলে গেছে। গতকাল সন্ধের পর থেকেই শুরু হয়েছে ঝড়-বৃষ্টির দাপট। সঙ্গে ছিল মেঘের গর্জন। সোমবার সারারাত জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড়-বৃষ্টির দাপট চলেছে। ক্রমশ তাপমাত্রার পারদ চড়ছিল। সেখানে এই বৃষ্টিতে মানুষের গুমোট গরম থেকে স্বস্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে মঙ্গলবার ও আগামী দুইদিন ঝড়-বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রাতভর ঝোড়ো হাওয়া বইছে। তার সাথে কিছু কিছু জায়গাতে তুমুল বৃষ্টিও হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। প্রখর রোদের দেখা নেই। ফলে তাপমাত্রা অনেকটাই কম। আজ ও কলকাতা সহ বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে প্রবল ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও আবার ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকেও ১ ডিগ্রি নিচে থাকবে। আজ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির কাছাকাছি , যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৬০-৯১ শতাংশ। তবে কলকাতাতে সারারাত বৃষ্টি হওয়াতে বেশ কিছু এলাকাতে জল জমে গিয়েছিল। কিন্তু লকডাউনের জেরে যানবাহন বন্ধ থাকতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়নি। বরং এই বৃষ্টি মানুষ বাড়িতে বসে উপভোগ করছে।