কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। দু-তিন ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
যদিও সকালে আকাশ ঝলমলে ছিল। রোদের দেখাও মিলেছিল। তবুও বেলা গড়াতেই আকাশ নিজের রূপ বদলাতে শুরু করেছে। ইতিমধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগণা সহ বেশকিছু জেলায় অন্ধকার আকাশ হয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগণা সহ দক্ষিণ ২৪ পরগণা,হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। যদিও ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত জায়গায় রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টিপাত ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে নিম্নচাপের জেরে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। তবে ভারী বৃষ্টি হবে শুধুই দক্ষিণবঙ্গ জুড়ে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই বৃষ্টি বলে জানা গিয়েছে।