ধীরে ধীরে পিছু হটছে ঘূর্ণিঝড় রিমাল (Cyclone)। রবিবার মধ্যরাতে মংলার কাছাকাছি ল্যান্ডফল করেছে এই ঘূর্ণিঝড়। রবিবার রাতভর তাণ্ডব চালিয়েছে রিমাল। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বাড়ে বৃষ্টির পরিমাণ, সঙ্গে ঝোড়ো হাওয়া। সোমবারও সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। এক নাগাড়ে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় এক ধাক্কায় কমেছে তাপমাত্রার পারদ। কিন্তু এই পরিস্থিতি কতদিন চলবে? এসে গেল আবহাওয়ার বড় আপডেট।
সোমবার কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া মুর্শিদাবাদে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আর কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দফায় দফায় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রির আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৪ ডিগ্রির আশেপাশে।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সব জেলায়। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বিভিন্ন জেলার তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে।