Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুর্যোগ শুরু বিশ্বকর্মা পুজোর দিনেই, সকাল সকাল বৃষ্টিতে ভিজল রাজ্যের একাধিক জেলা

Updated :  Saturday, September 17, 2022 10:40 AM

পুজোর দিনের সকাল থেকেই রাজ্যের বিভিন্ন অংশে আকাশের মুখ ভার। আজ শনিবার বিশ্বকর্মা পুজো। বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর প্রাকমুহূর্ত। তবে এই বিশেষ দিনে সকাল থেকেই মেঘলা আকাশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়েছে হালকা থেকে মাজারে বৃষ্টিপাত। প্রায় রোজের মতোই আকাশ ঢেকেছে কালো মেঘে এবং নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। ঘুড়ি ওড়ানো তো দূরে থাক পুজোর জন্য ঠিকমতো প্রস্তুতিও নিতে পারছে না সাধারণ মানুষ। পুজোর দিন সকাল থেকে আকাশের মুখ ভার দেখে মনমরা হয়ে পড়েছেন পুজো আয়োজনকারিরা।

আসলে এই বিশ্বকর্মা পুজোর দিনটার জন্য প্রায় গোটা বছর অপেক্ষা করেন সাধারণ মানুষ। ছুটির দিনে পরিবারের সদস্যদের সাথে বা বন্ধু-বান্ধবদের সাথে ছাদে উঠে ঘুড়ি ওড়ানো প্রত্যেকের কাছে ইমোশন। কিন্তু সেই দিনের সকাল থেকেই রাজ্যে বিক্ষিপ্ত জায়গায় হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর এই সবকিছুর জন্য দায়ী নতুন করে সৃষ্টি হওয়া নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজকের পর দুর্গাপূজার সময়েও বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ শনি ও আগামীকাল রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না।

অন্যদিকে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলা। আগামী সপ্তাহে নিম্নচাপ সৃষ্টি হবে বঙ্গোপসাগরে। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী রবিবার। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণবাত্ত থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের মধ্যে ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে উপকূলের অঞ্চলগুলিতে দুই তিন দিন ভারী বৃষ্টি ঘটাবে।