পশ্চিমবঙ্গ : গতকাল রাত আর ভোরে বৃষ্টি হলেও আজ দুপুর থেকে মেঘমুক্ত ঝলমলে আকাশের দেখা মিলেছে শহরে। দক্ষিণবঙ্গে আগের থেকে অনেকটাই কমেছে বৃষ্টির পরিমাণ। কিন্তু রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা আর তার জেরেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে গতকালের তুলনায় আজ যথেষ্ট বেশি তাপমাত্রা রয়েছে। সাথে বেড়েছে জলীয় বাষ্পের পরিমাণ।
অন্যদিকে রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির পরিমাণ। দুদিন আগে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছিলো এই দুর্যোগ আসতে আসতে কেটে যাবে। আর নিম্নচাপ সরে যাবে উত্তরপ্রদেশে। এবার হয়তো বৃষ্টির জেরে ভাসতে পারে উত্তরপ্রদেশ।