Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Weather-update: আবহাওয়ায় আচমকা বদল, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

Updated :  Wednesday, March 15, 2023 7:55 PM

সকাল থেকেই আকাশের মুখ ভার। এরকম একটা অবস্থায় বৃষ্টি, ঝড়, এবং ব্যাপক শিলাবৃষ্টির কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। বুধ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে। অন্যদিকে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। সঙ্গেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধ এবং বৃহস্পতিবার মূলত শিলাবৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দমকা হাওয়া দিতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়। একই জায়গায় পরপর দুর্যোগের সম্ভাবনা কম রয়েছে। তবে, দক্ষিণবঙ্গে ১৬ মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ১৭ তারিখ দক্ষিণবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে। ১৮ই মার্চ বৃষ্টি বাড়বে, তবে ঝড়ো হবার পরিমাণ কমতে পারে।

অন্যদিকে, নাওকাস্ট ওয়েদার আপডেটে বজ্রপাতের ওয়ার্নিং ইতিমধ্যেই দেওয়া হয়েছে। মানুষকে সাবধানে থাকতে বলা হচ্ছে। ২০ কিলোমিটার এলাকায় বজ্রপাত হবে কিনা জানতে হলে আপনাকে অ্যাপে চোখ রাখতে হবে। জমিতে নতুন আলু, আমের মুকুল এবং গরমের সবকিছু সবজির চাষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাই আগাম সতর্কতা ব্যবস্থা নিতে বলা হয়েছে কৃষকদের।

দক্ষিণবঙ্গের শেষ বৃষ্টিপাত হয়েছিল ২৫ অক্টোবর ২০২২ তারিখে। তবে এবারে দিনের তাপমাত্রা কমতে পারে। গরমের তীব্রতা কিছুটা হলেও কমবে। কলকাতায় ১৬ এবং ১৭ তারিখ বজ্রপাত এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ১৮ এবং ১৯ তারিখ বৃষ্টি বাড়বে। তবে দমকা হাওয়ার প্রবণতা কিছুটা কমবে। আবহাওয়ার এই বদলের কারণ পূবালী হাওয়া এবং পশ্চিমে হওয়ার সংঘাত। ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষরেখা থাকার কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আসবে বঙ্গোপসাগর থেকে। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বাংলায়।