Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেমন থাকবে আগামী দু-তিন দিনের আবহাওয়া? বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

Updated :  Wednesday, January 27, 2021 10:30 AM

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে (Republic Day) রাজধানী দিল্লির (Delhi) আবহাওয়া গরম হলেও প্রকৃতি বলছে জানুয়ারির (January) শেষেও উত্তর ভারতে (North India) শীতের (Winter) দাপট কম হবে না। বরং উত্তরাঞ্চলে আগামী ২-৩ দিনের জন্য আরও বাড়বে শীত। যার ফলে কনকনে ঠান্ডা জনজীবনে প্রভাব ফেলবে। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর (Jammu And Kashmir) থেকে পশ্চিমা হাওয়া উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার কারণে এক ধরণের ‘কোল্ড ওয়েভ’ (Cold Wave) তৈরি হবে। তাই আগামী দু-তিন দিনে তাপমাত্রা বাড়ার পরিবর্তে আরও পারদ নামার তীব্র সম্ভাবনা রয়েছে।

এর ফলে উত্তর ভারতের সমভূমি এবং সংলগ্ন মধ্য ও পশ্চিম ভারতের কিছু অংশে প্রভাব পড়বে। শুক্রবারের মধ্যে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে বলে মনে করছে মৌসম ভবন। যার ফলে হাড় কাঁপুনি ঠান্ডা অনুভূত হবে, এমনটা বলাই যায়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে রাত সারে এগারোটা নাগাদ উত্তরপ্রদেশের বহরাইচ এবং পশ্চিমবঙ্গের বাগডোগরায় দৃশ্যমানতা ছিল ২০০ মিটার। গোরখপুরে ৪০০ মিটার ছিল। আগ্রা, সুলতানপুর, ভাগলপুর এবং তেজপুরে ৫০০ মিটার। যার ফলে যান চলাচলে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে বলে জানা গিয়েছে। সকালের দিকে কার্যত কিছুই দেখার জো ছিল না। এদিকে আগামী ৩-৪ দিনের জন্য পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশ, সৌরাষ্ট্র ও কচ্ছে শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

এই একইভাবে ঠান্ডা অনুভূত হবে এ রাজ্যেও। ইতিমধ্যেই গতকাল থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী তিন-চার দিনে তাপমাত্রা আরও নিম্নমুখী এবং রাজ্যের মধ্য দিয়ে উত্তুরে হাওয়া বইবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে মাঘের মাঝামাঝি জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হবে, এমনটা কিন্তু বলাই যায়।