উত্তরবঙ্গে বৃষ্টির ধারা অব্যাহত। এবার শুরু হয়েছে বৃষ্টি। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আগামী ২৪ ঘন্টায় মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। আর যার জন্য সিকিম ও উত্তরবঙ্গ সংলগ্ন পার্বত্য এলাকাতে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আজ থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার থেকে এই বৃষ্টি ভারী থেকে অতি ভারীতে পরিণত হবে।
দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। কাল থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমান বাড়বে। আজ কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কলকাতার কিছু এলাকাতে হালকা বৃষ্টি হচ্ছে। বাতাসে জলীয় বাস্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টির পরিমান আরও বাড়তে পারে।