কলকাতা: আরও বেশ কয়েকটা দিন রাজ্যে থাকবে শীতের (Winter) আমেজ। শীতপ্রেমীদের জন্য স্বস্তি। আরও বেশ কয়েকটা দিন রাজ্যে শীতের আমেজ থাকবে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামিকল, সোমবার (Monday) থেকেই নতুন বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারির (February), প্রথম সপ্তাহ শীতের আমেজেই কাটবে রাজ্যবাসীর, সেটা স্পষ্ট।
শুক্রবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির ঘরে। শনিবার এক ধাক্কায় তিন ডিগ্রি বেড়ে তা পৌঁছে যায় ১৫ ডিগ্রির ঘরে। গত ২৪ ঘণ্টায় তা আবার ৩ ডিগ্রি কমল। ফলে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। আজ থেকে ফের একবার নতুন ইনিংস শুরু করল শীত।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রি। গত ২৪ ঘন্টায় বৃষ্টি না হলেও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৩ ও ৪৪ শতাংশ।