কলকাতা: ইংল্যান্ডের সঙ্গে ভারতের প্রথম টেস্ট (Test) শেষ হয়েছে, তবু বঙ্গে (Westbengal) শীতের (Winter) মারকাটারি ব্যাটিং অব্যাহত। পাল্লা দিয়ে কমল দিনের সর্বনিম্ন তাপমাত্রা। তবে রাজ্য থেকে শীত বিদায় নেওয়ার আগে আগামী দু’দিন চরম ঠাণ্ডার রেশ থাকবে এমনটাই খবর। আগামিকাল, বৃহস্পতিবার (Thursday) পর্যন্ত শীতের দাপট থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
ফের শুক্রবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার অনেকটাই পারদ পতন হয়েছে শহরে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৪ শতাংশ। বেলা বাড়তে রোদের তেজও ছিল প্রবল।
দক্ষিণবঙ্গে কমেছে কুয়াশার প্রভাব। যদিও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এদিন সকালের পর পরিষ্কার থাকবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলির আকাশ। হাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারিতে রাজ্যে তাপমাত্রা কমেছে অনেকটাই। ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি।
অন্যদিকে, আবহাওয়াবিদদের কথায়, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝখান থেকেই চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। রাজ্যের আকাশ মেঘমুক্তই থাকবে৷
বুধবার কলকাতা ও শহরতলীর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ১৪.৬ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮%, ন্যূনতম ৩২%।