কলকাতানিউজরাজ্য

আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত, গিয়েও যেন যাচ্ছে না শীত

Advertisement

কলকাতা: অব্যাহত আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা। গতকাল, বৃহস্পতিবার পারদ পতনের পর আজ, শুক্রবার স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। রাত ও ভোরে ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেপাত্তা শীত। বাতাসে আর কনকনে ঠান্ডার পরশও নেই। এ বছর ফেব্রুয়ারির (February) প্রথম দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও এবার বিদায়ের পথে শীত (Winter), তা আগেই ঘোষণা করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipure Weather Office)।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই খুব একটা বাড়বে না তাপমাত্রা। সকালের দিকে ঘন কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। যদিও জেলায় আরও বেশ কিছুদিন থাকবে শীতের আমেজ।চলতি মরশুমে বেশ খানিকটা দেরিতে শীত প্রবেশ করেছে বঙ্গে। তবে ফেব্রুয়ারিতেও রীতিমতো দাপট দেখিছেয়ে শীত।

গত কয়েকদিন ধরে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রার পারদ।বৃহস্পতিবার ফের পারদ পতন হয়। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি,যা স্বাভাবিবেকর থেকে ২ ডিগ্রি কম।সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও কাল বৃষ্টি হয়নি। আজ আবার স্বাভাবিকের উপরে উঠল তাপমাত্রা।

শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের পশ্চিমপ্রান্তের জেলাগুলিতে আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button