Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বর্ষবরণেও জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Updated :  Thursday, December 24, 2020 10:33 AM

কলকাতা: ডিসেম্বরের শেষে একেবারে রাজ্যে বেশ ঠান্ডা আমেজ পাচ্ছেন বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এমন চলতে থাকবে। গতকাল কিছুটা চড়েছিল পারদ। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন আবহাওয়ার গতিপ্রকৃতি এমনটাই থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৬ ও ২৭ তারিখ আবার তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। পারদ আরও নামবে সেই সময়ে। শীত আরও বেশি পড়বে কলকাতা সহ বাকিজেলাগুলিতে। কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে। জেলাতে আরও কমতে পারে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টা সকাল এর দিকে হালকা কুয়াশা থাকবে। তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ডিসেম্বর মাস পুরো শীতের আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে। সেইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে নামবে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টার পর থেকে আকাশ মূলত পরিস্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গোটা মাসজুড়েই তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে।

নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যায়। সেই অর্থে তখনও জাঁকিয়ে শীত পড়েনি রাজ্যে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এমনটা চলতে থাকে। ভোরবেলায় ঠান্ডা, আর বেলা বাড়তেই তা উধাও। কার্যত এমন শীতের লুকোচুরি খেলা চলতে থাকে। পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরের ওপর একের পর এক ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে শীত প্রবেশে বাধা পাচ্ছিল। সেইসঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দাপট ছিল ঘন কুয়াশার। কিন্তু দিন ৩-৪ আগে সেই পরিস্থিতি বদল হয়। কলকাতার তাপমাত্রা একধাক্কায় নামে ১৫ ডিগ্রির নিচে। সেই সঙ্গে শীতের এই আমেজ বেশ উপভোগ করছে বঙ্গবাসী। রাত পোহালেই বড়দিন। আর বড়দিন থেকে বর্ষশেষের ছুটি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বড়দিন পর্যন্ত চলবে এমন ঠান্ডার দাপট। পারদ আরও নামবে কিনা, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অন্যদিকে উত্তর ভারতে প্রবল ঠান্ডার দাপট এখনও কমেনি।