Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Weather update: হাওয়া অফিসের কমলা সতর্কতা, এবারে ব্যাপক বৃষ্টি হবে এই জেলাগুলিতে, কলকাতায় কালবৈশাখী

Updated :  Monday, April 24, 2023 11:36 AM

কলকাতা এবং পশ্চিম বঙ্গের একাধিক জায়গায় আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। মিলেছে গরমের থেকে স্বস্তি। আপাতত ৫ দিনের জন্যে তাপ প্রবাহ হবেনা বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গেই সপ্তাহের শুরুতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এখন মধ্যপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা আছে। সেখানে একটি ঘুর্ণাবর্ত রয়েছে। উত্তরবঙ্গের থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা বিরাজমান, যার প্রভাবে সাগর থেকে ব্যাপক জলীয় বাষ্প ঢুকতে পারে। গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়ো হাওয়ার দাপট। মঙ্গল বার পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করছে। বুধবার থেকে আবার বাড়বে তাপমাত্রা।

রবিবার ভোর রাতে একটু বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্যবাসি। এখন কলকাতায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম। এখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে চলছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক। এখন ৩ দিন তাপমাত্রা এরকমই থাকবে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী কালের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। সোম ও মঙ্গলবার তাপমাত্রা কম হলেও আবার বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। তবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোনো কোনো জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।