ভোটের লাইনে দাঁড়াতে হলে কি ছাতা নিতে হবে? দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থেকে বাংলার মনে বইছে প্রশ্নচিহ্নের ঝড়। ভোটের দিনে আবহাওয়া কেমন থাকবে? আগামীকাল কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। ভোটে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। বৃষ্টি হলে বিকেলের দিকেই বৃষ্টি হবে সকালের দিকে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নিচের দিকে তিনটি জেলা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তুলনামূলক কম বৃষ্টি হলেও আগামী শনিবার থেকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফের ১১ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দুই বঙ্গে। আলিপুর এবং কোচবিহারে দুই একটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৩৫ ডিগ্রির আশে পাশে থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে বৃষ্টি হলে তাপমাত্রা আরো কমতে পারে। গরমের দাবদাহ খুব একটা থাকবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার যথেষ্ট ঘাটতি থাকলেও, বৃষ্টি ভালই হয়েছে।