আজ শুক্রবার এবং কাল শনিবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় হয়ে যাওয়ার কারণে আজ সম্ভাবনা কিছুটা কম কালবৈশাখী ঝড় হওয়ার। উত্তরবঙ্গের তিনটি জেলায় আজ শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে রবিবার থেকে বৃদ্ধি পাবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং কাল বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গতকালের ঝড় বৃষ্টির পর আজকে বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে বলেই জানা গিয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। যত বেলা বৃদ্ধি পাবে তত আদ্রতা জনিত অস্বস্তি এবং গরম কিছুটা হলেও বাড়বে।
বিকেল বা সন্ধ্যা থেকে দমকা ঝড় হবার সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একই সাথে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে রবিবার থেকে তাপমাত্রা আবারো বাড়তে শুরু করবে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
অন্যদিকে উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। অন্যদিকে কলকাতায় আজ শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে আজ গরম এবং আদ্রতা জনিত অস্বস্তি বিরাজ করবে।