ডিজিটাল যুগে স্ট্রিমিং প্লাটফর্মগুলি ইন্টারনেটের জগতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অ্যামাজন প্রাইম থেকে শুরু করে নেটফ্লিক্স কিংবা Zee 5 এর মত প্ল্যাটফর্ম আজকাল মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এই সমস্ত প্লাটফর্মের কনটেন্ট দেখতে মানুষ বেশ পছন্দ করেন। কিন্তু এমনও কয়েকটি প্লাটফর্ম রয়েছে যেখানে এমন কিছু ওয়েব সিরিজ আসে যা সকলের সাথে বসে দেখা যায় না। এই সমস্ত ওয়েব সিরিজে এমন কিছু দৃশ্য আপনি দেখতে পাবেন যা হয়তো সাধারণভাবে স্বাভাবিক বলে মেনে নেওয়ার যোগ্য নয়। এই ওয়েব সিরিজে বেশ কিছু সাহসী দৃশ্য থাকে। এমনই একটি প্ল্যাটফর্ম হল Atrangii।
এই Atrangii ওয়েবসাইটে প্রায় রিলিজ করে নানা অ্যাডাল্ট ওয়েব সিরিজ। এই সমস্ত ওয়েব সিরিজের কাহিনী আবর্তিত হয় পরকিয়া সম্পর্ক ও রগরগে যৌনতাকে ভিত্তি করে। এতে অভিনেত্রীরা লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে প্রায় নগ্ন হতেও দ্বিধাবোধ করেন না। এই সমস্ত ওয়েব সিরিজ আপনি ভুল করেও পরিবারের সামনে দেখবেন না। এসব একান্তে ঘরের কোণে কানে হেডফোন লাগিয়ে দেখতে হবে।
গত ৩ নভেম্বর এই Atrangii প্ল্যাটফর্মে রিলিজ করেছে যৌনতামাখা একটি ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের নাম, ‘চুম্বক‘। পরকিয়া প্রেমের এই কাহিনীতে রয়েছে একাধিক অন্তরঙ্গ দৃশ্য। এতে এক ডাক্তারের সাথে তাঁর রোগীর সম্পর্ক দেখানো হবে যা দেখে আপনি লজ্জা পেয়ে যাবেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোহণের সাথে তাঁর পেশেন্ট জারিনের অবৈধ সম্পর্ক তৈরি হবে। গল্প এগোলে থাকবে একাধিক টুইস্ট। বিশদে জানতে আপনাকে দেখতে হবে এই ওয়েব সিরিজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রাজকতা দুসানে, নভিনা বোলে প্রমুখরা।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside