আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, এই মুহূর্তে ওটিটি প্লাটফর্মে সাহসী ওয়েব সিরিজ মানেই অন্তরঙ্গ দৃশ্যের ছড়াছড়ি। বিশেষ করে যে ওয়েব সিরিজে যত বেশি যৌনতা, সেই ওয়েব সিরিজের চাহিদা তত বেশি বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের দ্বারা। প্রথমদিকে ডিজিটাল প্লাটফর্মে রোমান্টিক, থ্রিলার সহ ক্রিমিনাল কর্মকান্ডের সাথে জড়িত ওয়েব সিরিজ রিলিজ করা হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিমুহূর্তে রিলিজ করা হচ্ছে শারীরিক দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজ। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি ওয়েব সিরিজের গল্প নিয়ে এসেছি, যেটি মুহূর্তের মধ্যে আপনার শরীর উত্তেজনায় ভরিয়ে দেবে।
সাহসী ওয়েব সিরিজের চাহিদা
ডিজিটাল প্লাটফর্মের নতুন সংযোজন “ইরোটিক” ওয়েব সিরিজ মানেই ঘাম ঝরানো দৃশ্যে পরিপূর্ণ রোমান্স। যদিও শুরুর দিকে বিষয়টি এতটা সাহসিকতায় পরিপূর্ণ ছিল না। করোনা মহামারীর পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে শুরু হয় ওয়েব সিরিজের পথযাত্রা। শুরুর দিকে উল্লু, প্রাইম শর্ট কিংবা এমএক্স প্লেয়ারের মত হাতেগোনা কয়েকটি ওটিটি প্লাটফর্মে রিলিজ করা হয় ওয়েব সিরিজ। যা এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে, বর্তমানে এই জগতে প্রতিনিয়ত সংযোজন ঘটছে ডিজিটাল প্লাটফর্মের। আর এই সমস্ত প্লাটফর্ম থেকে প্রতিনিয়ত রিলিজ করা হচ্ছে ওয়েব সিরিজ।
রইল ট্রেলার
কিছুদিন আগে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম তথা ‘উল্লু’-তে রিলিজ করা হয়েছে চরম সাহসী ওয়েব সিরিজ “Maa devrani beti jethani”। যেখানে মিষ্টি বসু এবং প্রিয়া গামরের একত্রিত অভিনয় কার্যত আগুন লাগিয়ে দিতে দেখা গেছে ছোট পর্দায়। এই ওয়েব সিরিজের ট্রেলারে দেখা যাচ্ছে, মেয়েকে বিয়ে দিয়ে তার দেওরের সাথে শারীরিক খেলায় মেতে উঠেছেন মা। বিষয়টি জানাজানি হলে ওই মেয়ের দেওরের সাথে তার মা-র বিয়ে ঠিক হয়। তবে শ্বশুর বাড়িতে মা এবং মেয়ের সম্পর্ক নয় বরং তাদের মধ্যে দেভ্রানি-জেঠানির সম্পর্ক থাকবে বলে নিজের মাকে জানিয়ে দেন মেয়ে। এর পরের দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে উল্লু অ্যাপে। দেখুন ট্রেলার-














