আজকালকার দিনে মোবাইলের ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। আর তার সাথেই বেড়েছে মোবাইলে এন্টারটেইমেন্ট দেখার প্রবণতাও। আজকের দিনে ওয়েব সিরিজের একটা দারুন বাজার তৈরি হয়েছে ভারতে। আগে শুধুমাত্র নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম বাজারে থাকলেও, এখন আরো অনেক সোশ্যাল মিডিয়া OTT প্ল্যাটফর্ম এসেছে যারা নতুন নতুন কনটেন্ট নিয়ে আসছে সকলের জন্য। তবে, সব ওয়েব সিরিজের কনটেন্ট যে সবার সাথে বসে দেখা যাবে সেরকম কিন্তু না। অনেক এমন ওয়েব সিরিজ ভারতের OTT বাজারে লঞ্চ হয় যেগুলোকে শুধুমাত্র নির্জনে একা একা বসেই দেখা সম্ভব। আজকে এরকমই একটি ওয়েব সিরিজের ব্যাপারে আপনাদের জানাবো আমরা।
এই নতুন ওয়েব সিরিজের কিছু ঝলক আপনি এখন একেবারে বিনামূল্যে ইউটিউবে দেখতে পারেন। এই ওয়েব সিরিজটির ট্রেলার ইউটিউবে লঞ্চ করা হয়েছে। আপনি সহজেই এই অ্যাপ থেকে এই ওয়েব সিরিজ দেখতে পারেন এবং শীতের রাতে একটা গরমের অনুভূতিও পেতে পারেন। এই ওয়েব সিরিজটি আপনাকে এমন কিছু অনুভূতি দেবে যা হয়তো অন্যান্য অ্যাপ বা ওয়েব সিরিজে উপলব্ধি হবে না। এই বিশেষ ওয়েব সিরিজের নাম হলো অরেঞ্জ লিলি। আর দ্যা লাইট ইয়ার ফিল্ম নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ওয়েব সিরিজটি আপলোড করা হয়েছে।
এই অরেঞ্জ লিলি ওয়েব সিরিজটির ট্রেলার ইতিমধ্যেই ইউটিউব প্লাটফর্মে ব্যাপক জনপ্রিয় হয়েছে। ইতিমধ্যেই ২৩ হাজারের বেশি মানুষ এই ট্রেলার দেখে ফেলেছেন। এই ট্রেলার থেকে আমরা এই ওয়েব সিরিজের গল্পের একটা ধারণা পেয়ে থাকি। ট্রেলারের প্রথমেই দেখা যাচ্ছে, প্রতীক নামের এক যুবক, যিনি এই ওয়েব সিরিজের নায়কও বটে, তিনি তার বউ লিলির সঙ্গে ফার্ম হাউজে একটা রোমান্টিক সময় কাটাচ্ছেন। কিন্তু, হঠাৎ তার স্ত্রী কোথাও একটা হারিয়ে যান। কর্মসূত্রে আইনজীবী প্রতীক তার হারিয়ে যাওয়া বৌকে খোঁজার জন্য রীতিমতো পুরো ফার্ম হাউজ একেবারে তোলপাড় করে ফেলছেন। তবে, সত্যি সত্যিই কি তার বউকে খুঁজে পাওয়া যাবে? নাকি কোনো অন্য টুইস্ট রয়েছে এই গল্পে, সেটা জানার জন্য আপনাকে দেখতে হবে এই ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন মীরা জোশি, অভিনীত পাংগে এবং আরো অনেকে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside