বিগত কয়েক বছরে বিনোদন জগতে বিরাট পরিবর্তন ঘটেছে ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে। যেখানে এক দশক আগে টিভির পর্দায় বিনোদন মানেই ছিল বলিউডের গুটি কয়েক সিনেমা, সেখানে আজ ওটিটি প্ল্যাটফর্মের সৌজন্যে বিনোদন জগতে যুক্ত হয়েছে ওয়েব সিরিজের সম্ভার। একথা বলার অপেক্ষা রাখে না যে, বর্তমানে ডিজিটাল প্লাটফর্মে বিনোদন মানেই উষ্ণ ওয়েব সিরিজ। বিশেষ করে বেড সিনে পরিপূর্ণ ওয়েব সিরিজ মানেই সুপারহিট।
ওয়েব সিরিজের চাহিদা
২০১৮ সালে বিনোদন জগতে ওয়েব সিরিজ সংযুক্ত হলেও এর পূর্ণতা পায় ২০২০ সালের শেষ লগ্নে। এই সময় থেকে ডিজিটাল প্লাটফর্মে প্রতিমুহূর্তে রিলিজ করা হতে থাকে একের পর এক যৌ*তায় পরিপূর্ণ ওয়েব সিরিজ। যা বিনোদনপ্রেমীদের কাছে বিনোদনের সেরা উৎস হয়ে ওঠে। তবে বর্তমানে বিনোদন প্রেমীরা ইরোটিক জাতীয় ওয়েব সিরিজ উপভোগ করতে বেশি পছন্দ করছেন। বিশেষ করে যৌ*তায় পরিপূর্ণ ড্রামা জাতীয় ওয়েব সিরিজের গল্পগুলি বেশি পছন্দ করছেন বর্তমান প্রজন্মের বিনোদন প্রেমীরা।
রাজসি ভার্মার জনপ্রিয়তা
আপনার নিশ্চয়ই রাজসি ভার্মার সঙ্গে পূর্ব পরিচিত। ২০১১ সালে জনপ্রিয় কমেডি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’য় ক্যামিও ভূমিকায় অভিনয় করেছিলেন রাজসি ভার্মা। এরপর ২০১৮ সালের পর থেকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যায় এই অভিনেত্রীকে। একের পর এক সাহসী ওয়েব সিরিজে বোল্ড দৃশ্যে অভিনয় করে ডিজিটাল প্লাটফর্মে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন এই সেক্সি অভিনেত্রী।
বৃদ্ধের যৌ* চাহিদা পূরণ
বর্তমানে রাজসি ভার্মার পুরনো একটি ওয়েব সিরিজ ঘাম ঝরাচ্ছে নেটিজেনদের। “গোলাপ জামুন” নামের এই ওয়েব সিরিজটি ২০২২ সালে কোকু অ্যাপে রিলিজ করা হয়। যেখানে একজন বয়স্ক ব্যক্তি অক্ষমতার সত্ত্বেও কিভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তা দেখানো হয়েছে। মূলত, গোলাপ জামুনের সাথে কম বর্ধক ওষুধ মিশিয়ে নিজের শারীরিক চাহিদা পূরণ করেন করেন ওই বয়স্ক ব্যক্তি। আর এই ওয়েব সিরিজের কাম উত্তেজক হিসেবে হট দৃশ্যে অভিনয় করেছেন রাজসি ভার্মা। গোপনীয়তার সাথে দেখুন সাহসী ওয়েব সিরিজের ট্রেলার-














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside