Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা ভাইরাসে কাবু দেশ, সাপ্তাহিক লকডাউন শুরু হচ্ছে এই রাজ্যে

Updated :  Thursday, April 15, 2021 7:27 PM

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে সারা দেশে। সারা দেশের মতোই দিল্লিতেও কিন্তু অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে এবারে রাজধানীতে সাপ্তাহিক কারফিউ জারি হতে চলেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্ভবত আজকেই উপ রাজ্যপালের সঙ্গে দেখা করে কারফিউ ঘোষণা করতে পারেন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ একেবারে লাগামছাড়া হয়ে গিয়েছে। ১০ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। গত একদিনে নজিরবিহীনভাবে করণা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ২ লক্ষ ৭৩৯ জন।

অন্যদিকে দিল্লিতে বুধবার একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭,২৮২ জন। ১০০ জনের বেশী মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ঠিক একই রকম পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানেও লাগামছাড়া ভাবে করোনাভাইরাস এর প্রভাব বেড়ে চলেছে। আর এই করোনা ভাইরাসের সংক্রমণ কমানোর জন্য মহারাষ্ট্রে ১৫ দিনের জন্য কারফিউ জারি করা হয়েছে। বুধবার রাত্রি ৮ টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে গোটা মহারাষ্ট্রে। এখনই লকডাউন হচ্ছে না, কিন্তু মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

দেশের মুখ্যমন্ত্রী দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক করে বলেছিলেন, “আমাদের আর লকডাউন এর প্রয়োজন নেই। আবারো কঠিন সময় আসছে। টিকা নেওয়ার পর সতর্ক থাকতে হবে। উপসর্গহীন আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে এবং পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। তৈরি করতে হবে মাইক্রো কনটেইনমেন্ট জোন। করোনা কারফিউ বজায় রাখা হউক। রাত ৯ টা বা ১০ টা থেকে ভোর ৫টা কিংবা ৬টা পর্যন্ত কারফিউ চালানো হোক।”