Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘বিতর্কে বসতে হলে আমার সাথে বসুন’ সিএএ নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ওয়েইসির

কয়েক দিন আগে লক্ষ্মৌতে সিএএ নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার অমিত শাহকে পাল্টা দিলেন হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।…

Avatar

কয়েক দিন আগে লক্ষ্মৌতে সিএএ নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার অমিত শাহকে পাল্টা দিলেন হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম)-এর প্রধান এদিন বলেন, ‘ওদের সঙ্গে নয়, পারলে আমার সাথে বিতর্কে বসুন। দাড়িওয়ালা লোকের সঙ্গে বিতর্কে বসলে খবর চ্যানেলগুলোরও টিআরপি বাড়বে।’

মঙ্গলবার তেলেঙ্গানার করিমনগরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে কটাক্ষ ছুঁড়ে দেন ওয়েইসি। তিনি বলেন, ‘অন্যদের সঙ্গে নয়, পারলে আমার সঙ্গে বসুন। এনআরসি, সিএএ, এনপিআর নিয়ে বিতর্কে যোগ দিতে আগ্রহী আমি।’ এরপরই তিনি ‘দাড়িওয়ালা’ প্রসঙ্গ টেনে আনেন। অমিত শাহকে কটাক্ষের পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিও তির্যক মন্তব্য করেন তিনি। ‘একজন দাড়িওয়ালার সাথে বিতর্কে বসুন। এতে টিভি চ্যানেলেরও টিআরপি বাড়বে। এখন তো এসবই খাচ্ছে ভালো।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : CAA সংশোধনী আইনের ওপর স্থগিতাদেশ নয়, কেন্দ্রকে এক মাস সময় সুপ্রিম কোর্টের

মঙ্গলবার লক্ষ্মৌতে অমিত শাহ অভিযোগ করেন, দেশ জুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। তারা সঠিক বার্তা দিতে পথে নেমেছেন বলেও জানান তিনি।

About Author