রাজ্যে মোট আক্রান্ত ৮৩, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১২, নবান্ন থেকে জানালেন মমতা
রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। বর্তমানে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩-তে। যাদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫ জন। আজ নবান্নের বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে যথেষ্ট পরিমানে হাইড্রক্সিক্লোরোকুইন মজুত আছে, তবুও বেঙ্গল কেমিক্যালসের পরিকাঠামো ব্যবহার করে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ তৈরী করানোর কথাও উল্লেখ করেছেন।
এরসাথে এখনই স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই বলেছেন তিনি। স্কুলগুলিতে মে মাসের শুরুতে মিড্ ডে মিল পৌঁছে যাবে তিনি বলেছেন। এরসাথে ব্যবসায়ীদের লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। আবার সামাজিক দূরত্ব মেনে চা বাগান খোলার কথাও তিনি বলেছেন। অন্তত ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগানের কাজ করতে চান। সেখানেও স্যানিটাইজিং মাস্ট বলেছেন।
তিনি আরও জানিয়েছেন, ১১ লক্ষ পিপিই-র সাথেই ৭ লক্ষ ২০ হাজার এন ৯৫ মাস্কের ও বরাত দেওয়া হয়েছে। এছাড়া পিপিই ও মাস্ক তৈরির ক্ষেত্রে আগেই উলুবেড়িয়া এবং তন্তুজ, বঙ্গশ্রীকে কাজে লাগিয়েছিলেন, এবার এগুলি আরও বেশি করে যাতে তৈরী করা যায় তার জন্য ক্ষুদ্রশিল্পকে কাজে লাগাতে চান। এরসাথে রাজ্যে এখন ৫৬২ টি কোয়ারেন্টাইন সেন্টার, তবে আরও বাড়ানো হচ্ছে বলে তিনি বৈঠকে বলেছেন।