ডুয়ার্স থেকে ফিরেই জ্বর, রাজ্যে করোনায় মৃত্যু আরও এক মহিলার
রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত মহিলা ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন বলে জানা গেছে। গত ৬ থেকে ১৩ মার্চ উত্তরবঙ্গে ডুয়ার্সে ঘুরতে গিয়েছিলেন তিনি, ফেরার পর ২৬ তারিখ তার জ্বর আসে, ৪৮ বছর বয়সী ছিলেন তিনি। সাধারণ জ্বর ভেবে স্থানীয় চিকিৎসকের কথা অনুযায়ী প্যারাসিটামল খান কিন্তু তাতে অবস্থার উন্নতি না হয়ে বরং তার শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে।
এর পর তিনি হাওড়া আইডি হাসপাতালে গেলে তাঁকে ভর্তি রাখা হয়, কিন্তু সেখান থেকে তাঁকে হাওড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় সন্ধ্যায়, রাখা হয় ভেন্টিলেশনে। করোনা পরীক্ষা করা হয় তাঁর,কিন্তু রিপোর্ট আসার আগেই ৩০ তারিখ রাতে মারা যান তিনি। পরে পরীক্ষার ফলাফল আসলে জানা যায় ওই মহিলা করোনা আক্রান্ত ছিলেন।আবারও COVID-19 এ প্রাণ হারালেন একজন।
এই নিয়ে করোনার কবলে তিনজন এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন। সোমবার নতুন করে রাজ্যে আরও চারজন আক্রান্ত হন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৬। মৃত মহিলার পরিবারকে পাঠানো হয়েছে কোয়ারান্টাইনে।