Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‌বকেয়া DA নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কবে? অপেক্ষা আর মাত্র ৫ দিনের

Updated :  Monday, June 23, 2025 9:56 AM
Bengal Govt Considers Alternative Plan

বকেয়া মহার্ঘ ভাতা (DA) আদায় নিয়ে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৭ জুনের মধ্যেই বকেয়া DA-র ২৫ শতাংশ অর্থ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। কিন্তু সময় যতই এগোচ্ছে, সংশয় ততই ঘনীভূত হচ্ছে—আসলে সত্যিই কি আসতে চলেছে সেই বহুল প্রতীক্ষিত বকেয়া অর্থ?

সর্বোচ্চ আদালতের ১৬ মে-র রায় অনুযায়ী, রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে জানাতে হবে কীভাবে তারা বকেয়া মেটাবে। আদালতের নির্দেশ অনুযায়ী, তিন মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ বকেয়া DA দেওয়া বাধ্যতামূলক। এই অঙ্ক প্রায় ১০ হাজার কোটি টাকা। তবে সরকারের দাবি, সম্পূর্ণ বকেয়া মেটাতে প্রয়োজন হবে ৪১,৭৭০ কোটি টাকা।

একদিকে আদালতের চাপে সময় সীমিত, অন্যদিকে রথযাত্রা উপলক্ষে ২৭ জুন সরকারি ছুটি। এরপর টানা শনি ও রবিবার। ফলে ২৩ থেকে ২৬ জুনের মধ্যে যদি কোনও ঘোষণা না হয়, তাহলে নির্ধারিত সময়ের আগেই সমস্যায় পড়তে পারে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের চোখ এখন এই চারদিনের দিকেই।

কোথা থেকে আসবে টাকা?
রাজ্য কোষাগারের ঘাটতি মেটাতে ইতিমধ্যেই ঋণের পথে হেঁটেছে সরকার। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর কাছে ৩,৫০০ কোটি টাকার ঋণের আবেদন করা হয়েছে। এই অর্থের মধ্যে ২৫ বছরের মেয়াদী ২,০০০ কোটি এবং ২৬ বছরের মেয়াদে ১,৫০০ কোটি টাকা অন্তর্ভুক্ত। ২৪ জুন সেই ঋণের জন্য SGB নিলামে অংশ নিচ্ছে রাজ্য।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই ঋণ থেকেই মেটানো হতে পারে সরকারি কর্মীদের বকেয়া। তবে এমন গুরুত্বপূর্ণ পরিমাণ অর্থের তহবিল যোগাড় করতে গিয়ে গত এক মাসে অন্তত তিনবার RBI-র দরজায় কড়া নাড়তে হয়েছে রাজ্যকে। এ থেকেই স্পষ্ট, আর্থিক চাপ কতটা প্রবল।

কেন এত সমস্যা হচ্ছে বকেয়া DA মেটাতে?
রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আগেই জানিয়ে দিয়েছিলেন, একসাথে এত বিপুল অঙ্কের টাকা মেটানো কার্যত অসম্ভব। এই অর্থ রাজ্য অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলবে বলেও দাবি করেছিলেন তিনি।

এই অবস্থায় প্রশ্ন উঠছে, আদৌ কি ২৭ জুনের মধ্যে বকেয়া DA পাবেন সরকারি কর্মীরা? নাকি আবারও সময় চেয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবে রাজ্য সরকার? আর ঋণ যদি দেরিতে আসে, তাহলে কীভাবে দেওয়া হবে বকেয়া? এদিকে রাজ্যের রাজকোষ ধুঁকছে, আর কর্মচারীরা অপেক্ষায়। আগামী কিছু দিনের মধ্যেই নির্ধারিত হবে বহু মানুষের প্রত্যাশার পরিণতি।

FAQ — কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

১. কত টাকা বকেয়া DA মেটাতে হবে রাজ্য সরকারকে?
সম্পূর্ণ বকেয়া মেটাতে লাগবে ৪১,৭৭০ কোটি টাকা। প্রথম ধাপে ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ১০,০০০ কোটি টাকা দিতে হবে।

২. ২৭ জুনের আগে কি টাকা দেওয়া হবে?
সরকারি কর্মীরা আশা করছেন ২৩-২৬ জুনের মধ্যেই ঘোষণা হতে পারে। কারণ ২৭ জুন সরকারি ছুটি।

৩. ঋণের টাকাই কি DA মেটাতে ব্যবহার করা হবে?
অনেক বিশেষজ্ঞের মতে, রিজার্ভ ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ দিয়েই DA মেটাতে পারে রাজ্য।

৪. সুপ্রিম কোর্ট কী বলেছে বাকি DA নিয়ে?
২৫ শতাংশ দেওয়ার পর আগস্ট মাসে বাকি অংশের শুনানি হবে।

৫. রাজ্যের কোষাগারের অবস্থা কেমন?
বর্তমানে ঘাটতি প্রকট। তাই ধার নিয়েই সরকারের খরচ মেটাতে হচ্ছে