Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নবান্ন থেকে বড় সুখবর! সরকারি কর্মীদের ১৪১ মাসের বকেয়া টাকা কবে ও কত পাবেন? রইল তালিকা

Updated :  Sunday, June 1, 2025 7:15 PM

পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এসেছে বহু প্রতীক্ষিত স্বস্তির খবর। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার এবার বকেয়া ডিএর ২৫ শতাংশ আগামী তিন মাসের মধ্যে পরিশোধ করতে বাধ্য। মোট ১৪১ মাসের বকেয়ার একাংশ পেতে চলেছেন প্রায় ৮ থেকে ১০ লক্ষ মানুষ।

দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মীরা। সেই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া হয়। অবশেষে ১৬ মে, ২০২৫ তারিখে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়—পশ্চিমবঙ্গ সরকারকে তিন মাসের মধ্যে কর্মচারীদের প্রাপ্য ডিএ বকেয়ার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।

এই বকেয়া সময়কাল ২০০৮ সালের ১ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ প্রায় ১৪১ মাসের অর্থ বকেয়া রয়েছে। সরকার জানিয়েছে, এই অর্থ পাবেন শুধুমাত্র সেই কর্মচারীরা, যাঁরা ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে কর্মরত ছিলেন বা অবসর নিয়েছেন এবং ROPA 2009-এর অধীনে রয়েছেন।

প্রায় ২.৫ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী, ৩.৮ লক্ষ স্কুল শিক্ষক, ১ লক্ষ স্থানীয় স্বশাসিত সংস্থা, পুরসভা ও পঞ্চায়েত স্তরের কর্মচারী এবং লক্ষাধিক পেনশনভোগী এই আর্থিক সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। তবে যাঁরা ২০১৯ সালের পর চাকরিতে যোগ দিয়েছেন বা যাঁরা ROPA 2009-এর আওতায় আসেন না, তাঁরা এই সুবিধার বাইরে থাকবেন।

সরকারের পক্ষ থেকে কর্মচারীদের পদোন্নতি, বেতন কাঠামো এবং সার্ভিস রেকর্ড সংগ্রহ করা হচ্ছে, যাতে নির্ভুলভাবে প্রত্যেকের প্রাপ্য হিসাব করা যায়। WBIFMS-এর মাধ্যমে হিসাব ও পরিশোধ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে।

জানুন গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নের উত্তর:

১. কত মাসের ডিএ বকেয়া দেওয়া হবে?
→ মোট ১৪১ মাসের বকেয়ার মধ্যে ২৫ শতাংশ আগামী তিন মাসের মধ্যে দেওয়া হবে।

২. কারা এই অর্থ পাবেন?
→ ROPA 2009-এর আওতায় থাকা, ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

৩. বকেয়ার জন্য মোট কতজন উপকৃত হবেন?
→ আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ কর্মী ও পেনশনভোগী।

৪. পরিশোধ কবে শুরু হবে?
→ আগামী তিন মাসের মধ্যে পরিশোধ শুরু হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে।

৫. যাঁরা ২০১৯-এর পর চাকরি পেয়েছেন, তাঁদের কী হবে?
→ দুঃখজনকভাবে, তাঁরা এই বকেয়ার আওতায় আসছেন না।

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বহু সরকারি কর্মীর কাছে আশার আলো নিয়ে এসেছে। দীর্ঘদিনের চাপ ও ক্ষোভের পর অবশেষে আইনি হস্তক্ষেপে অর্থপ্রাপ্তি নিশ্চিত হওয়ায় খুশি বহু মানুষ। আগামী দিনে সরকারের তরফে এই অর্থ কীভাবে এবং কত দিনের মধ্যে দেওয়া হয়, সেদিকেই এখন নজর কর্মী সংগঠনগুলির।