Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

DA নিয়ে বড় আপডেট আসছে! নির্দিষ্ট এই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য

Updated :  Friday, June 27, 2025 10:34 AM
Bengal Govt Considers Alternative Plan

রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের নজর এখন একটাই দিনকে ঘিরে—২৭ জুন। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওই তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। তবে প্রশ্ন উঠছে—আদৌ কি নির্ধারিত সময়সীমার মধ্যেই সেই অর্থ মিলবে?

গত ১৬ মে দেশের শীর্ষ আদালত নবান্নকে জানিয়ে দেয়, বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত অবস্থান চার সপ্তাহের মধ্যে জানাতে হবে। সঙ্গে ২৫ শতাংশ অর্থের পরিশোধ করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু জটিলতা তৈরি হয়েছে অন্যত্র। ২৭ জুন রথযাত্রার কারণে সরকারি ছুটি, তারপরে আবার শনি ও রবিবার—ফলে কার্যত ২৩ থেকে ২৬ জুনের মধ্যেই কোনও ঘোষণার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যেই কর্মীরা চেয়ে রয়েছেন সরকারের দিক থেকে স্পষ্ট বার্তার।

রাজ্যের হিসেব অনুযায়ী, সমস্ত বকেয়া DA মেটাতে খরচ হবে প্রায় ₹৪১,৭৭০ কোটি। যদিও এখন সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র ₹১০,০০০ কোটির মতো খরচ করে ২৫ শতাংশ মেটাতে হবে। এই অবস্থায় চরম অর্থকষ্টে ভুগছে রাজ্য কোষাগার। ফলে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে আরও এক দফা ঋণ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর।

বিশেষজ্ঞদের মতে, নতুন ঋণ হিসেবে রাজ্য সরকার পেতে পারে ₹৩,৫০০ কোটি টাকা। এর মধ্যে ₹২,০০০ কোটি ২৫ বছরের মেয়াদী ঋণ এবং ₹১,৫০০ কোটি ২৬ বছরের মেয়াদী ঋণ হতে পারে। এই অর্থেই বকেয়া DA-র একটি অংশ মেটানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এখানেও আছে ধোঁয়াশা। রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে এই ঋণ অনুমোদিত হবে কিনা, কিংবা কবে নাগাদ সেই অর্থ রাজ্যের হাতে পৌঁছবে—তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বাকি ৭৫ শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে শুনানি হবে আগামী আগস্টে।

এই অনিশ্চয়তার আবহে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উদ্বেগ। অনেকে মনে করছেন, সরকারের হাতে অর্থ না থাকলে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য, তারা আদালতের নির্দেশ মেনে চলবে। এখন দেখার বিষয়, ২৭ জুনের মধ্যে সত্যিই কী সিদ্ধান্তে পৌঁছায় সরকার।

প্রশ্নোত্তর (FAQ):

১. ২৭ জুনের মধ্যে বকেয়া DA না দিলে কী হতে পারে?
শীর্ষ আদালতের নির্দেশ মানা না হলে আদালত অবমাননার মামলা চলতে পারে, এবং পরবর্তী শুনানিতে সরকারের উপর চাপ বাড়বে।

২. কর্মীদের বকেয়া কত শতাংশ DA এখনও পাওনা?
বর্তমানে মাত্র ২৫ শতাংশ DA দেওয়া নিয়ে নির্দেশ রয়েছে। বাকি ৭৫ শতাংশ নিয়ে শুনানি হবে আগস্ট মাসে।

৩. সরকার কত টাকার ঋণ নিচ্ছে বকেয়া মেটাতে?
রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্ক থেকে ₹৩,৫০০ কোটি টাকার ঋণ নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

৪. কী কারণে ২৭ জুনের আগেই সিদ্ধান্ত আসতে পারে?
২৭ জুন রাজ্য সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিন ছুটির কারণে, ঘোষণা আসতে পারে ২৩-২৬ জুনের মধ্যে।

৫. রাজ্যের কোষাগারে এত ঘাটতি কেন?
রাজ্যের আয় ও ব্যয়ের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় ও অতিরিক্ত প্রকল্প ব্যয়ের কারণে এই ঘাটতি দেখা দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।