কলকাতা : লোকাল ট্রেন ও মেট্রোরেল চালানোর দায়িত্ব বহুদিন আগেই রাজ্য সরকারের উপর দিয়ে দিয়েছিলো কেন্দ্রীয় সরকার। আনলক প্রক্রিয়া চালু হলেও ২২ শে মার্চ থেকে বন্ধ রেল পরিষেবা। এবারে আনলক ফোরে সেই প্রশ্নই চারা দিয়ে উঠেছে মানুষের মনে। আর সেই কারণেই প্রোটোকল মেনে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা চালু করার আবেদন জানালো রাজ্য।
সূত্রের খবরানুযায়ী শুক্রবার রাতেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায় চিঠি পাঠান রেল বোর্ডের কাছে। সেপ্টেম্বর থেকে ট্রেন বা মেট্রো চালু নিয়ে রাজ্যের আপত্তি নেই, তা নিয়ে রাজ্যের সাথে যেন সঠিক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই আবেদনই রয়েছে চিঠিতে।
চিঠিতে উল্লেখিত অন্যতম বিষয় ছিল যদি ট্রেন বা মেট্রো চলে তবে তা কোন নিয়মে চালানো হবে এবং তা যেন সঠিকভাবে পালন করা হয়। পরিষেবা চালু হলে স্বাস্থবিধি মেনে যাত্রীদের চলাচল করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এসমস্ত দিক যেন রাজ্যের সাথে ঠিক করে রেল বোর্ড।
মাননীয়া মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগেই যানিয়েছেন এই করোনা পরিস্থিতিতে নিয়ম মেনে লোকাল ট্রেন বা মেট্রো চালানো যেতে পারে। আনলক প্রক্রিয়া চালু হওয়ার সাথে সাথে শ্রমিক স্পেশাল বা দূরপাল্লার ট্রেন চললেও লোকাল ট্রেন একটিও চলেনি। বর্তমানে ১২১টি স্টাফ ট্রেন চলছে বাংলায়। সংখ্যাটা এবারে বারবে না কমবে দেখার বিষয় সেটাই।
তবে শুক্রবারের শিয়ালদহের জরুরি বৈঠকের পর জানা যায় সংখ্যাটা দূরপাল্লার ট্রেনের বাড়লেও, লোকাল ট্রেনের “গ্রীন সিগন্যাল ” এখনো অনুমোদিত হয়নি।