Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আর ক’দিনের অপেক্ষা! সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ৬৮০০ টাকা, কারা পাবেন?

Updated :  Friday, September 19, 2025 12:52 PM
money

উৎসবের মরসুমে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর নিয়ে এলো নবান্ন। ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মীদের অ্যাড-হক বোনাসের অঙ্ক বেড়ে হয়েছে ৬,৮০০ টাকা। সরকারের নির্দেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের পরেই এই টাকা কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। ফলে পুজোর আগেই কর্মীরা হাতে পাবেন বাড়তি অর্থের স্বস্তি।

বোনাসের অঙ্কে বৃদ্ধি

গত বছর বোনাসের অঙ্ক ছিল ৬,০০০ টাকা। চলতি অর্থবছরে সেই অঙ্ক বেড়ে হয়েছে ৬,৮০০ টাকা, অর্থাৎ কর্মচারীরা বাড়তি ৮০০ টাকা পাবেন। পাশাপাশি, বেতনসীমাও বেড়ে হয়েছে ৪৪,০০০ টাকা, যা গত বছর ছিল ৪২,০০০ টাকা। ফলে এবার আরও বেশি সংখ্যক কর্মী বোনাস পাওয়ার যোগ্যতার আওতায় আসবেন।

যোগ্যতার শর্ত

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বোনাস পাওয়ার জন্য অন্তত ছ’মাস ধারাবাহিকভাবে চাকরিতে থাকতে হবে। যারা পূর্ণ বছরের জন্য কাজ করেননি, তাঁদের ক্ষেত্রে বোনাস দেওয়া হবে প্রো-রাটা ভিত্তিতে। শুধু স্থায়ী কর্মীরাই নন, চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরি কর্মীরাও এই সুবিধা পাবেন—যদি বছরে অন্তত ১২০ দিন কাজ করে থাকেন।

বেতন নির্ধারণে নিয়ম

২০২৫ সালের ৩১ মার্চ তারিখে কারও বেসিক বেতন ও মহার্ঘ ভাতা (Basic + DA) মিলিয়ে ৪৪,০০০ টাকার কম হলে তিনি এই বোনাসের যোগ্য হবেন। তবে, কোনও কর্মীর বেতন ওই তারিখে সীমা ছাড়ালেও, যদি অন্তত ছ’মাস ধরে ৪৪,০০০ টাকার নিচে থাকে, তাহলেও তিনি সুবিধা পাবেন। ফলে অনেক কর্মীই এবার বোনাসের আওতায় আসবেন।

শ্রমিকদের জন্যও বাড়তি সুবিধা

সরকারি কর্মীদের পাশাপাশি শ্রমিক শ্রেণির জন্যও বোনাসের অঙ্ক বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গের চা শ্রমিকরা এবছর ২০ শতাংশ পুজো বোনাস পাবেন। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স ও তরাই অঞ্চলের সব চা বাগানে এই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের মধ্যে বোনাস দেওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাসের অঙ্ক বেড়ে হয়েছে ১,১০০ টাকা, যা আগে ছিল ৯০০ টাকা।

বোনাস বিতরণের সময়সীমা

বোনাস প্রদানের জন্যও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মুসলিম কর্মীরা ঈদ-উল-ফিতরের আগে এই অর্থ পাবেন। অন্যান্য কর্মচারীদের জন্য বোনাস দেওয়া হবে ১৫ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে। সরকারের দাবি, উৎসবের আগে এই অর্থ বিতরণ কর্মচারীদের আর্থিক পরিকল্পনা সহজ করবে এবং উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, এবছরের উৎসব মরসুমে সরকারি কর্মী থেকে শুরু করে শ্রমিক শ্রেণি—সকলের হাতেই কিছুটা হলেও বাড়তি স্বস্তি আসছে। সরকারের মতে, এই পদক্ষেপ ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করবে এবং উৎসবের আগে কর্মীদের আর্থিক চাপ কিছুটা হলেও কমাবে।