Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

DA News: খুশির খবর সরকারি কর্মীদের! মহার্ঘ ভাতার টাকা আসতে পারে এই সপ্তাহেই

Updated :  Monday, June 23, 2025 4:59 PM
Bengal Govt Considers Alternative Plan

রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। চলতি সপ্তাহের মধ্যেই ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) মিটিয়ে দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকার বর্তমানে জোরকদমে সবরকম প্রক্রিয়া সম্পন্ন করছে, যাতে কর্মীদের প্রাপ্য টাকা তাঁদের বেতন ও পেনশন অ্যাকাউন্টে জমা দেওয়া যায়। খুব শীঘ্রই অর্থ দফতরের সবুজ সংকেত পেলে, এক বা দুই দিনের মধ্যে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

কীভাবে দেওয়া হবে এই বকেয়া ডিএ?

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, কর্মরত সরকারি কর্মীদের জন্য বকেয়া ডিএ দেওয়া হবে দুই ভাগে। মোট ২৫ শতাংশের মধ্যে ৮০ শতাংশ সরাসরি তাঁদের বেতন অ্যাকাউন্টে জমা হবে। বাকি ২০ শতাংশ যাবে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। অন্যদিকে, পেনশনভোগীদের ক্ষেত্রে পুরো ২৫ শতাংশ ডিএ তাঁদের পেনশন অ্যাকাউন্টেই জমা দেওয়া হবে।

অর্থ কোথা থেকে আসছে?

বকেয়া মেটাতে যে বিপুল অর্থের প্রয়োজন, তা জোগাড়ে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্য ইতিমধ্যে ৮ কোটি টাকা ঋণ নিয়েছে এবং বাকি ২ কোটি টাকার ব্যবস্থা করাও প্রক্রিয়াধীন। অর্থ দফতর ছাড়পত্র দিলেই, বিজ্ঞপ্তি জারি করে ডিএ মেটানোর চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

সুপ্রিম কোর্টে মামলা ও পরবর্তী সম্ভাবনা

উল্লেখযোগ্যভাবে, রাজ্যের সরকারি কর্মীদের আরও ৭৫ শতাংশ বকেয়া ডিএ সংক্রান্ত মামলার শুনানি আগামী অগস্টে সুপ্রিম কোর্টে হবে। তবে রাজ্য সরকার ইতিমধ্যেই সেখানে একটি মডিফিকেশন পিটিশন জমা দিয়েছে। ফলে আদালতের পরবর্তী রায় এই প্রক্রিয়ায় কী প্রভাব ফেলবে, সেদিকে নজর রয়েছে সকলের।

সরকারি কর্মীদের মধ্যে প্রতীক্ষা ও প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই জানেন, ২৫ শতাংশ বকেয়া ডিএ পাওয়ার সময়সীমা শেষ হতে চলেছে এই মাসেই। তাই অনেকে এখন দিন গুনছেন—কবে তাঁদের অ্যাকাউন্টে সেই অর্থ জমা হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

১. কবে থেকে রাজ্য সরকারি কর্মীরা তাঁদের বকেয়া ডিএ পাবেন?

সম্ভাব্য সময়সীমা চলতি সপ্তাহের মধ্যেই। বিজ্ঞপ্তি প্রকাশ হলেই টাকা জমার প্রক্রিয়া শুরু হবে।

২. বকেয়া ডিএ কি এককালীন দেওয়া হবে?

না, কর্মরতদের ক্ষেত্রে তা দুই ভাগে দেওয়া হবে—৮০% সরাসরি বেতনে এবং ২০% PF-এ।

৩. পেনশনভোগীরা কীভাবে ডিএ পাবেন?

তাঁদের পুরো ২৫% ডিএ সরাসরি পেনশন অ্যাকাউন্টে জমা হবে।

৪. অর্থের জোগান কীভাবে হচ্ছে?

ইতিমধ্যেই ৮ কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য সরকার, আরও ২ কোটি টাকার ব্যবস্থা চলছে।

৫. সুপ্রিম কোর্টে ৭৫% ডিএ মামলা এখন কোন পর্যায়ে?

শুনানি আগামী অগস্টে। রাজ্য মডিফিকেশন পিটিশন দাখিল করেছে।