পশ্চিমবঙ্গ :সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই শুরু হবে আনলল-৪। কিন্তু কেন্দ্রের এই নির্দেশে নারাজ রাজ্য। তাই করোনা সংক্রমণ না কমার কারণে বাংলায় কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে। নবান্নের তরফে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে ৭,১১ ও ১২-য় রাজ্যে হবে সম্পূর্ণ লকডাউন৷
কিন্তু রাজ্যে লকডাউনের ক্ষেত্রে কেন্দ্রের মতামত নিতে হবে রাজ্যকে আপাতত এমনটাই জানিয়েছে কেন্দ্র। তবে নয়া নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর অবধি লকডাউন চলবে রাজ্যে৷ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷ তবে আগে ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছিলো৷
চতুর্থ পর্বের আনলক নির্দেশিকায় ট্রেন এবং মেট্রো পরিষেবা দেওয়ার ছাড়পত্র মিললেও স্কুল, কলেজ খুলবে কিনা সেই নিয়ে রয়েই গিয়েছিলো যথেষ্ট সন্দেহ। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে কনটেইনমেন্ট জোনের বাইরে স্কুলের ক্ষেত্রে বেশকিছু নিয়মও শিথিল করা হবে শোনা গিয়েছিলো। কিন্তু এখন কেন্দ্র আর রাজ্যের এই ভিন্ন সিদ্ধান্তে শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে অনিশ্চয়তায় আছে রাজ্যের মানুষ।