Laxmir Bhandar: লক্ষীর ভান্ডারের নভেম্বর মাসের টাকা কবে ঢুকবে? কি জানাচ্ছে রাজ্য সরকার
নভেম্বর মাসে এখনো যাদের টাকা ঢোকেনি, তারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন এই পদ্ধতিতে
২০২১ সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেন যার নাম ছিল লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। এই উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু হয়। এই স্কিম বিগত কয়েক বছরে বেশ ভালো সাড়া পেয়েছে বাংলার মানুষের কাছ থেকে। এই মুহূর্তে পেমেন্ট সিস্টেম অনুসারে পশ্চিমবঙ্গের মহিলারা তাদের ব্যাংক একাউন্টে ১০০০ টাকা এবং ১২০০ টাকা পেয়ে থাকেন। আগে সাধারণ শ্রেণীর মহিলারা ৫০০ টাকা করে পেতেন এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন ১০০০ টাকা করে। তবে এই দুটি পরিমাণ একসাথে বৃদ্ধি করা হয়েছে এবং এই মুহূর্তে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পেয়ে যান এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে যান।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, যারা সম্প্রতি আবেদন করেছেন তারা পূজোর পরে টাকা পেয়ে যাবেন তাদের একাউন্টে। এই প্রকল্পটি প্রাথমিকভাবে মহিলাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এবং সাধারণ এসসি এবং এসটি পরিবারের মহিলারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে। পাশাপাশি নারীদের পরিবারের খরচের কিছুটা অংশ প্রদান করতে সাহায্য করে থাকে এই প্রকল্প।
সবার এখন চিন্তা হলো নভেম্বর মাসে কবে টাকা ঢুকবে এই প্রকল্পে। সাধারণত লক্ষীর ভান্ডারে টাকা মাসের প্রথম সপ্তাহে দিয়ে দেওয়া হয়। এবারেও আশা করা হচ্ছে তার অন্যথা কিছু হবে না। নভেম্বর মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহে ৭ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের মহিলারা নিজেদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন। আপনার যদি কোন সন্দেহ থাকে টাকা ঢোকা নিয়ে, তাহলে আপনি সরাসরি লক্ষীর ভান্ডারের ওয়েবসাইটে গিয়ে আপনার টাকা ঢুকেছে কিনা সেটা চেক করতে পারেন। আপনার স্বাস্থ্য সাথী কার্ড এর যে নম্বর রয়েছে, সেই নম্বর ব্যবহার করে আপনি এটা করতে পারেন।