ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন রাজ্য সরকারের নতুন প্রকল্প, যাতে আগামী ৩০ শে জুন থেকে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে যাবে ক্রেডিট কার্ড। পড়ুয়ারা বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সুযোগ-সুবিধা পেয়ে যাবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন। তিনি জানিয়ে দিলেন সরকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বহু ভালো ভালো প্রকল্প নিয়ে এসেছে। তার মধ্যে একটি হতে চলেছে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, রাজ্য সরকারের কাছে ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বহু প্রকল্প রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স প্রকল্প। তবে এবারে এই তালিকায় যুক্ত হল নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এবারে ১০ লাখের স্টুডেন্ট ক্রেডিট কার্ড জারি করবে রাজ্য সরকার, আর সরকার হবে এই ক্রেডিট কার্ডে গ্যারান্টার।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে পড়ুয়ারা স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট, পোস্ট ডক্টরেট, ডিপ্লোমা কোর্স, বিভিন্ন পেশা ভিত্তিক কোর্স করতে পারবেন এবং সেখানে সাহায্যের জন্য থাকবে রাজ্য সরকার। এর জন্য আলাদা করে কোন ব্যাংকে গ্যারান্টার লাগবেনা, বরং রাজ্য সরকার এই ক্রেডিট কার্ডের গ্যারান্টার হবে। যারা পশ্চিমবঙ্গে ১০ বছরের বেশি সময় ধরে থাকেন, শুধুমাত্র তাদের জন্য এই ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব, তাদেরকে নিজের পায়ে দাড় করানোর জন্য, বাবা-মাকে আর ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না, রাজ্য সরকার তাদের পড়াশোনার খরচ দেবে এবং তাদের পাশে থাকবে।”