মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সাথে সরকারি কর্মচারীদের একটা দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে। কিন্তু রাজ্য সরকার নিজের জায়গা থেকে একেবারে নড়তে নারাজ। তারা এক্ষুনি এই কর্মীদের মহার্ঘ্য ভাতা দেবেনা বলেই জানিয়েছে। সর্বশেষে রাজ্যে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল এইবছর লোকসভা নির্বাচনের আগে। তাও মাত্র ৪ শতাংশ বাড়ানো হয়েছিল মহার্ঘ ভাতা। কিন্তু তার ফলে যে বিশাল কিছু লাভ হয়েছে সেটা বলা যাবেনা। এর ফলে এখন রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ্য ভাতার পরিমাণ মাত্র ১৪ শতাংশ। যেখানে কেন্দ্র সরকারের কর্মীদের মহার্ঘ্য ভাতার পরিমাণ ৫৩ শতাংশ। তবে এবারে বছর শেষে সরকারের কর্মীদের জন্য রয়েছে একটা দারুন খবর। এবার রাজ্য সরকারের কর্মবন্ধুদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন তরফে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে উল্লেখ আছে, এবার থেকে মাসে মাসে ৩,০০০ টাকা করে বেতন বাড়বে এই কর্মীদের। এবার থেকে তারা ৫,০০০ টাকা করে প্রতি মাসে বেতন পাবেন। গত ১ সেপ্টেম্বর থেকে এই কাঠামো কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। তবে, এই বেতন বৃদ্ধির দাবি অনেকদিন ধরেই চলে আসছিল, অবশেষে এই বিজ্ঞপ্তি অনেকটাই স্বস্তি দিয়েছে সরকারি কর্মীদের।
এক ধাক্কায় বাড়লো ২০০০ টাকা
কর্মবন্ধু স্কিমে মূলত সাহায্যকারী হিসাবে অনেক কর্মী কাজ করে থাকেন। সাফাইকর্মী থেকে শুরু করে নৈশপ্রহরীর ভূমিকায় অনেকেই কাজ করেন। কয়েকটি বিশেষ দপ্তরে সাহায্য করার জন্য এই পদটি চালু হয়েছিল। ২০১৮ সালে তাদের ভাতা ছিল মাত্র ২০০০ টাকা করে। এবারে ৬ বছর পরে তাদের ভাতা আবারো বাড়ানো হলো। তবে এবার থেকে কিন্তু এরা আর কোনরকমের ভাতা পাবে না।