ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Yubashree Scheme: প্রতিমাসে ১৫০০ টাকা করে যুবকদের দেবে রাজ্য সরকার, বেকার হলেই করুন আবেদন

আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার এই মুহূর্তে চাকরি না থাকে তাহলে আপনার জন্য এই প্রকল্পটি দারুন হতে পারে

Advertisement

পশ্চিমবঙ্গ সরকার এবারে রাজ্যের যুব সমাজকে সহায়তা করার জন্য একটা নতুন উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবারে নতুন বছর থেকেই যোগ্য তরুণরা প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তা পেয়ে যাবেন। এই উদ্যোগটি ১৮ থেকে ৪০ বছর বয়সি যুবকদের জন্য তৈরি করা হয়েছে। যারা অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত ব্যাকগ্রাউন্ডয়ের যুবক তাদের জন্য এই সুবিধা আনা হয়েছে। চলুন তাহলে এই প্রকল্পের ব্যাপারে জেনে নেওয়া যাক।

যোগ্য যুবকরা প্রতিমাসে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ১৫০০ টাকা করে। এই প্রকল্পটি মূলত ১৮ থেকে ৪০ বছর বয়সী যুবকদের জন্য তৈরি করা হয়েছে যারা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি থেকে আসেন। নতুন প্রকল্পটিকে লক্ষীর ভান্ডার কর্মসূচির সাথে একীভূত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হলো যুবকদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা যাতে জীবিকা উন্নত করতে এবং সাবলম্বী হতে তারা পারেন। তরুণদের নতুন দক্ষতা অর্জনে উৎসাহিত করা এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে চাইছে সরকার। এছাড়াও তরুণদের উদ্যোক্তা সুযোগ অন্বেষণের সহায়তা করবে সরকার। যুবকদের জন্য আরও কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে এই টাকা পাওয়ার জন্য অবশ্যই যোগ্যতার কিছু মানদন্ড রয়েছে।

আবেদনের জন্য যোগ্যতার মানদন্ড

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্প এবং এই প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয় সরকারের তরফ থেকে। এই প্রকল্পটি অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত যুবকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে যাদের আয়ের নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা রয়েছে। আবেদনকারীদের প্রয়োজনীয় শিক্ষাগত মান পূরণ করতে হবে। রাজ্যের কর্মসংস্থান ব্যাংক পোর্টালে যুবকদের চাকরিপ্রার্থী হিসেবে নিজেকে রেজিস্টার করতে হবে। শুধুমাত্র বেকার যুবকরাই কিন্তু এর জন্য আবেদন করতে পারেন। প্রতিটি পরিবারের কেবলমাত্র একজন সদস্য এর জন্য আবেদন করতে পারেন। যোগ্য যুবকরা এই প্রকল্পের জন্য অফিসিয়াল প্লাটফর্ম এর মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। আবেদনপত্র ২০২৫ সালের জানুয়ারি থেকে খোলা হবে। দক্ষতা উন্নয়নের সাথে আর্থিক সহায়তা একত্রিত করে রাজ্যের যুব সমাজকে স্বনির্ভর করার লক্ষ্যে এটা হল রাজ্য সরকারের অন্যতম একটা উদ্যোগ।

Related Articles

Back to top button