Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোয় বিশেষ অফার! এবার রেশনে চাল গমের সাথে পাওয়া যাবে এই জিনিস, জানুন

Updated :  Friday, October 11, 2024 9:35 AM
Ration Card News

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। কিন্তু আপনার যদি রেশন কার্ড থাকে, তাহলে সরকারের থেকে আরও সুবিধা পেতে চলেছেন আপনি। এই পুজোর মরশুমে পশ্চিমবঙ্গ সরকার চাল গমের পাশাপাশি বিশেষ সুবিধা দিতে চলেছে। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পশ্চিমবঙ্গ সরকারের রেশন সংক্রান্ত এই বিশেষ স্কিম ৬ অক্টোবর, ২০২৪ থেকে শুরু হবে। এই অফার শেষ হবে আগামী ৬ নভেম্বর, ২০২৪। এই অফারটি বৈধ যাদের ডিজিটাল রেশন কার্ড আছে বা যাদের বিশেষ অন্তদোয় অন্ন যোজনার (AAY) কার্ড আছে। এই বিশেষ পুজো স্কিমে চাল ও গমের পাশাপাশি ময়দা ও চিনি পাওয়া যাবে রেশন মাধ্যমে। এই রেশন থেকে ৩০ টাকা কেজি দরে ময়দা ও ৩২ টাকা কেজি দরে চিনি পাওয়া যাবে। মূলত উৎসবের মরশুমে সরকার গরীব পরিবারকে সহায়তা করতে এই স্কিম এনেছে।

মূলত AAY কার্ড নিম্ন আয়ের পরিবারকে দেওয়া হয়। এই কার্ডে পুজোর জন্য ময়দা ও চিনি যোগ করা হয়েছে। এই অতিরিক্ত সুবিধা পেতে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটস্থ রেশন ডিলারের কাছে পৌঁছে যান। আর অবশ্যই মনে রাখবেন যে এই স্কিম ৬ নভেম্বর অব্দি বৈধ। তাই তার আগে পুজোর আবহে সরকারের এই বিশেষ স্কিমের সুযোগ গ্রহণ করুন।