BB Plusনিউজরাজ্য

পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! কারা পাবেন ৬,৮০০ টাকার বোনাস?

উৎসবের মরসুমের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল, ২০২৫-২৬ অর্থবছরে অ্যাড-হক বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে ৬,৮০০ টাকা। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই টাকা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে কর্মচারীদের হাতে পৌঁছে যাবে। তবে, এই সুবিধা সকলের জন্য নয়—নির্দিষ্ট শর্ত পূরণ করলেই বোনাস মিলবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ তারিখে কোনও কর্মচারীর বেসিক বেতন ও মহার্ঘ ভাতা (Basic+DA) মিলিয়ে ৪৪,০০০ টাকার কম হতে হবে। তবে, কারও ওই দিনে বেতন এই সীমার ওপরে হলেও যদি অন্তত ছ’মাস ধরে ৪৪,০০০ টাকার নিচে থাকে, তাহলেও তিনি এই বোনাসের জন্য যোগ্য হবেন। অর্থাৎ অক্টোবর ২০২৪ পর্যন্ত বেতন সীমারেখার মধ্যে থাকলে কর্মচারী এই সুবিধা পাবেন।

যোগ্যতার আরও কিছু শর্ত নির্ধারণ করেছে সরকার। অন্তত ছ’মাস ধারাবাহিকভাবে চাকরিতে থাকা আবশ্যক। যারা পুরো বছর কাজ করেননি, তাঁদের বোনাস প্রো-রাটা ভিত্তিতে দেওয়া হবে। দৈনিক মজুরি বা চুক্তিভিত্তিক কর্মীরাও বাদ থাকছেন না—যদি বছরে অন্তত ১২০ দিন কাজ করে থাকেন, তবে তারাও উৎসব বোনাসের টাকা পাবেন। সরকারের দাবি, এর মাধ্যমে ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

অতীতের তুলনা করলে দেখা যাচ্ছে, গত অর্থবছরে বোনাসের অঙ্ক ছিল ৬,০০০ টাকা। যোগ্যতার সীমা ছিল ৪২,০০০ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরে বোনাস বেড়েছে ৮০০ টাকা এবং বেতনসীমা বেড়েছে ২,০০০ টাকা। ফলে আরও বেশি সংখ্যক কর্মী বোনাসের আওতায় আসবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

শুধু সরকারি কর্মীই নন, বিভিন্ন শ্রমিক শ্রেণির জন্যও বোনাসের অঙ্ক বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গের চা শ্রমিকরা এবছর পাবেন ২০ শতাংশ পুজো বোনাস। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স ও তরাই অঞ্চলের সমস্ত চা বাগানে এই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত তারিখ ১৫ সেপ্টেম্বরের মধ্যে বোনাসের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস ২০০ টাকা বাড়ানো হয়েছে। আগে তাঁরা ৯০০ টাকা পেতেন, এখন থেকে সেই অঙ্ক বেড়ে হচ্ছে ১,১০০ টাকা।

উৎসব বোনাস দেওয়ার সময়সীমাও ঠিক করা হয়েছে। মুসলিম কর্মীরা ঈদ-উল-ফিতরের আগে টাকা পাবেন। অন্য কর্মচারীদের জন্য বোনাস ১৫ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে। সরকারের দাবি, এই সময়ে অর্থ বিতরণ কর্মচারীদের আর্থিক পরিকল্পনা সহজ করবে এবং উৎসবের আনন্দ বাড়াবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Articles